ঠিকানা
পাকা রাস্তা সংলগ্ন গাইবান্ধাজেলা সদর থেকে উত্তর দিকে ৩০ কিমি দূরে এবং সুন্দরগঞ্জ উপজেলা হেড কোয়াতার থেকে ২০ কিমি দূরে ইউনিয়নতির অবস্থান। জেলা ও উপজেলা হেড কোয়াটার থেকে বাস ও অটো, গ্রাম বাংলা, সি এন জি, মোটর বাইক, সাইকেল যোগে যাতায়াত করা যায়। ইউনিয়নতির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্য্ন্ত ০৮ কিমি বাধ,১৫কিমি পাকা রাস্তা, ছোত বড় ২০কিমি কাচা রাস্তা রয়েছে। তা ছাড়া চন্ডিপুর ইউনিয়নের পাচপীর বাজারে যেতে হলে বাহাদুরাবাদ ঘাট হতে নৌ পথে অত্র ইউনিয়নে আসা যায়। চট্রগ্রাম ও ঢাকা থেকে দিবা রাত্রী যাত্রী বাহী বাস যাতায়াত করে।
ইতিহাস
<p>পাচপীর হাট এর নাম করন করা হয় মাজার এর নামানুসারে এক সময় পাচপীর হাটে পাচজন পীর অলিয়ে দরবেশ ছিল।</p>